আকবর শাহ থানায় ওসি আরিফুর রহমান : ‘সাত খুন মাফ’ সংস্কৃতির অভিযোগ
আকবর শাহ থানায় ওসি আরিফুর রহমান : ‘সাত খুন মাফ’ সংস্কৃতির অভিযোগ।
ওলিউল্লাহ,
ডেস্ক রিপোর্ট, Bangla360vision tv
চট্টগ্রাম ব্যুরো
কুখ্যাত এক সময়ের ছাত্রলীগ নেতা এবং বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আরিফুর রহমান এখন চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি)। দায়িত্ব গ্রহণের পর থেকে তার কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এ থানায় কার্যত ‘সাত খুন মাফ’ নীতি চালু রয়েছে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রভাবশালীরা থানা এলাকায় নানা কর্মকাণ্ড চালালেও সেগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। অপরদিকে বিরোধী দলের নেতাকর্মীরা সামান্য অভিযোগেও গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন। এতে থানার অধীনে এক ধরনের ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে।
শুধু আকবর শাহ থানা নয়, দেশের বিভিন্ন থানায় একই চিত্র বিরাজ করছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পুলিশ প্রশাসনের একটি অংশ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আইন ও মানবাধিকার সংশ্লিষ্ট মহল বলছে, পুলিশ যদি দলীয়করণে নিমজ্জিত হয়, তবে আইনের শাসন ও গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা প্রশাসনের নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
