সোনারগাঁয়ে দেবরের বিরুদ্ধে গৃহবধূর অভিযোগ, প্রাণনাশের হুমকি ও নির্যাতন।

সোনারগাঁয়ে গৃহবধূর অভিযোগে ঝড়, দেবরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও নির্যাতনের অভিযোগ। রিপোর্ট:জয়নুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক গৃহবধূ তার দেবরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, গালিগালাজ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। ভুক্তভোগীর অভিযোগ, দেবর আরমান নিয়মিত তাকে ও তার স্বামীকে ভয়ভীতি দেখাচ্ছে এবং নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। গৃহবধূ ফাতেমা আক্তার জানান, তার স্বামী শরিফ জন্মগতভাবে বোবা এবং কানে শুনতে পান না। এ অবস্থার সুযোগ নিয়ে তার দেবর আরমান প্রায়ই বিভিন্ন অজুহাতে তাদেরকে হয়রানি করে আসছে। সম্প্রতি একাধিকবার তাদেরকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। অভিযোগে ফাতেমা আক্তার বলেন, “আমার স্বামী প্রতিবন্ধী হওয়ায় কোনো কিছু বলতে বা প্রতিরোধ করতে পারেন না। এই সুযোগে আমার দেবর আমাদের সঙ্গে খারাপ আচরণ করছে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এমনকি আমার স্বামীকেও মারার হুমকি দিচ্ছে। আমি এখন ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি।” স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আরমান এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। এদিকে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী। তিনি বলেন, “আমি থানায় অভিযোগ করলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি এবং আমার পরিবার যেকোনো সময় বড় ধরনের বিপদের মুখে পড়তে পারি।” সচেতন মহল মনে করছে, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
📘 ফেসবুক ▶️ ইউটিউব