সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর করেন সিএমপি ডিসি আমিরুল।
সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর করেন সিএমপি ডিসি আমিরুল।
গতকাল চট্টগ্রামের জিইসি মোড়ে শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতে দিতে ছাত্রলীগের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এর জবাবে পুলিশ হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং দশজনকে আটক করে।
আজ খুলশী থানায় আটক ছাত্রলীগ কর্মীদের জিজ্ঞাসাবাদের সময় সেখানে উপস্থিত ছিলেন যমুনা টিভির প্রতিবেদক জুবায়ের—যিনি আগে পোর্ট সিটিতে ছাত্রলীগের নেতা ছিলেন। জানা গেছে, তিনি তথ্যমন্ত্রীর সুপারিশে যমুনা টিভিতে চাকরি পেয়েছেন; তথ্যমন্ত্রী তার আত্মীয়ও।
জুবায়ের অনুমতি ছাড়া জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ শুরু করেন। পুলিশ তাকে ভিডিও বন্ধ করতে বললে তিনি উত্তেজিত হয়ে পড়েন। পরে, বাইরে দাঁড়িয়ে থাকা আটক ছাত্রলীগ নেতাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিতে থাকেন। এসময় ডিসি আমিরুল ইসলাম তাকে এই বিষয়ে ভিডিও না করার নির্দেশ দেন। তখন জুবায়ের ক্ষিপ্ত হয়ে ডিসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
