জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিবুর রহমান মন্টু মেম্বারের বাড়িতে একটি গরু জবাই হলে গরুটি যারা মাংসগুলো সাইজ করেছে যাদের হাত/যে অংশে রক্তের ছিটাফোটায় সকলের ফোসকা পড়েছে ।

প্রকাশিত: 02 Oct 2025, 22:21
সতর্কতামূলক পোস্ট । গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন বেলকা ইউনিয়নের কিসামত সদরে মুজিবুর রহমান মন্টু মেম্বারের বাড়িতে একটি গরু জবাই হলে গরুটি যারা মাংসগুলো সাইজ করেছে যাদের হাত/যে অংশে রক্তের ছিটাফোটা ১১ জনের লেগেছে তাদের সকলের ফোসকা পড়েছে । অসুস্থ হলে সকলেই সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয় । এই ধরনের কোন কিছু লক্ষ্য করলে তাহলে আপনারা এ থেকে বিরত থাকবেন । গরু স্বাস্থ্যবান করার জন্য আমরা অনেকেই বেশি টাকা পাওয়ার আশায় বিভিন্ন ধরনের প্রসেস ফুড গরুকে খাওয়াই এবং এন্টিবায়োটিকের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের এই পরিণতি ।
📘 ফেসবুক ▶️ ইউটিউব