খুলনার জুলফিকার আলী খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচিত পরিচালক।
খুলনার জুলফিকার আলী খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচিত পরিচালক।
ডেস্ক রিপোর্ট খুলনা।
খুলনা ক্রিকেটের অভিজ্ঞ সংগঠক ও সাবেক ক্রিকেটার মোঃ জুলফিকার আলী খান সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তিনি এ ক্যাটাগরিতে খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়ে খুলনার ক্রিকেট সম্প্রদায়ে গৌরব নিয়ে এসেছেন।
এছাড়াও, জুলফিকার আলী খান পুনরায় খুলনা এক্স-ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। খুলনা ক্রিকেটের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদান, নেতৃত্বগুণ এবং সংগঠন পরিচালনার অভিজ্ঞতা সকলের কাছে অনুকরণীয় বলে মনে করা হয়।
১৯৯৭ সালের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ক্রিকেটে প্রশাসনিক ভূমিকা ও সংগঠনের প্রতি একনিষ্ঠতার পরিচয় দিয়ে আসছেন প্রাক্তন ক্রিকেটার মোঃ জুলফিকার আলী খান। দীর্ঘদিন ধরে ক্রিকেট সংগঠক হিসেবে তাঁর অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি পুনরায় খুলনা এক্স-ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি খুলনার প্রখ্যাত সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর খানের পুত্র। খেলোয়াড়ি জীবনে ১৯৮১-৮২ মৌসুমে খুলনার প্রথম ডিভিশন ক্রিকেটে অংশগ্রহণ করেন এবং ১৯৮৩-৮৪ সালে জাতীয় যুব ক্রিকেটে খুলনার হয়ে প্রতিনিধিত্ব করেন। ১৯৮৭-৮৮ সালে জাতীয় ক্রিকেটে খুলনা দলের হয়ে অংশ নেন। খুলনা ক্রিকেট লিগে অগ্রদূত ক্লাবের অধিনায়ক হিসেবে একাধিকবার দলকে চ্যাম্পিয়ন করেন (১৯৮৮/৮৯, ৯০/৯১ মৌসুমে)।
এছাড়া তিনি খুলনা এম এ সিটি কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ঢাকা সামার সিজন টুর্নামেন্টে প্রথম বিভাগ ক্রিকেটেও অংশগ্রহণ করেছেন।
১৯৯৯ থেকে ২০১৬ পর্যন্ত তিন দফায় নির্বাচিত হয়ে তিনি খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা অঞ্চলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাবেক অ্যাস্পায়ার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং খুলনা এক্স-ক্রিকেটার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
১৯৮৮-৮৯ সালের অ্যাস্পায়ারিং পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে ১৮ জন উত্তীর্ণের মধ্যে খুলনার ৪ জনের অন্যতম ছিলেন জুলফিকার আলী খান। তাঁর পাশে ছিলেন বিশিষ্ট ক্রিকেটার আউল হক মল্লিক প্রমুখ।
দৈনিক ফুলতলা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মহোদয়, এবং bangla360vision tv এর চেয়ারম্যান মো: মাইনুদ্দিন তাঁর এই পুনর্নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
খেলাধুলা ও তরুণ প্রজন্মের বিকাশে তাঁর নেতৃত্ব ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
