সিইপিজেডে আগুন নিয়ন্ত্রণে আসেনি, ফায়ারের ১৭ ইউনিটের পাশাপাশি সশস্ত্র বাহিনীও কাজ করছে

প্রকাশিত: 16 Oct 2025, 17:50
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) কারখানায় লাগা ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রনে পায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সশস্ত্র বাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে। অ্যাডামস ক্যাপে লাগা এই আগুন পরে জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে দুটি কারখানা ক্ষতিগ্রস্ত হলো। তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ইতোম্যধ্যে বহুতল ভবনটির সব ফ্লোর আচ্ছন্ন হয়ে গেছে কালো ধোঁয়ায়। জানা গেছে, চিকিৎসা ও অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত তুলা ও সার্জিক্যাল গাউন উৎপাদন কারখানা ছিল সেখানে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব