চাঁদপুর মতলবে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত, চলাচলের রাস্তা বন্ধ

প্রকাশিত: 15 Oct 2025, 13:05
চাঁদপুরের মতলব নারায়ণপুর পৌরসভার সারপাড় এলাকায় সরকারি সড়ক ব্যবহারের জন্য চাঁদা দাবি করে সড়ক বন্ধ করে দেওয়ার অভিযোগ এসেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারীর বিরুদ্ধে। রাস্তা বন্ধের প্রতিবাদ জানালে প্রতিপক্ষের হামলায় মুন্সী বাড়ির ৪ জন আহত হন। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে স্থানীয়রা যান চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত করে। এ বিষয়ে ভূক্তভোগীরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী স্বপন বলেছেন, শনিবার (১১ অক্টোবর ২০২৫) তারা সরকারি রাস্তা দিয়ে চলাচল করলে জানানো হয় যে তাদের ৪ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমাদের বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকার করলে পার্শ্ববর্তী বেপারী বাড়ির নুরুজ্জামান বেপারী নেতৃত্বে অন্যরা রাস্তাটি রোববার বন্ধ করে দেয়। প্রতিবাদ জানালে তারা আমাদের মারধর করে। মারধরের ফলে ৪ জন আহত হয়েছেন, তারা হলেন: আমেনা বেগম (৪০), আমিন (৩৫), জসিম (৩৮), মোহাম্মদ (৪০)। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনার ফলে ওই বাড়ির প্রায় ৭শত ভোটার এবং তিন হাজার লোকের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে তারা রাস্তার পাশ দিয়ে পানি প্রবাহিত করে চলাচল করছে। গত দুদিন ধরে শিক্ষার্থীরা মাদ্রাসা, স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারছে না। আহতরা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি খুলে দেওয়ার আবেদন জানান। উক্ত বাড়ির একাধিক মহিলা জানিয়েছেন, দুদিন ধরে শিশুদের বিদ্যালয়ে পাঠাতে পারছেন না। চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে মারধর করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক শিক্ষার্থী জানিয়েছে, রাস্তা বন্ধ থাকার কারণে তারা দুইদিন ধরে স্কুলে যেতে পারছেন না। এই রাস্তা ছাড়া অন্য পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগে। তারা রাস্তাটি খুলে দেওয়ার দাবিব জানান। নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী মন্তব্য করেছেন, ওই বাড়ির লোকজনের চুরির কারণে সংঘর্ষ এড়াতে রাস্তা বন্ধ করে দিতে হয়।
📘 ফেসবুক ▶️ ইউটিউব