টেকনাফে ইয়াবাসহ অটোরিকশা চালক গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং এলাকায় আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানে মো. কবির (৩৫) নামে এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে। এ সময় তার গাড়ি থেকে ২১ হাজার ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনের দায়ে অটোরিকশাও জব্দ করা হয়েছে। কবির হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং গ্রামের আবদুল মালেকের পুত্র।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার উনচিপ্রাং ব্রিজ নামক এলকায় অভিযান পরিচালনা করে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে চালকের সিটের নীচে লুকানো ২১ হাজার ২০০ ইয়াবা এবং অটোরিকশাসহ চালক মো. কবিরকে (৩৫) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে
