নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রেপ্তার- শেল্টারদাতা ও সিন্ডিকেট তদন্তের দাবি।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়।
পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ি ও আশপাশের একটি ডোবা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই-নলা বন্দুকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক রবিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে।
তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা বলেন, দীর্ঘদিন ধরে রবিন এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল, যার পেছনে প্রভাবশালী শেল্টারদাতাদের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
তারা আরও বলেন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এই চক্রের পেছনের শেল্টারদাতাদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান রূপগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ জেলাজুড়ে অব্যাহত থাকবে, যাতে কোনো অপরাধী বা তাদের শেল্টারদাতা আইনের বাইরে থাকতে না পারে।
রিপোর্ট জয়নুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
